Spread the love

নিজস্ব প্রতিনিধি: আমাদের কিছু খাইতে দেন। আমরা খুবই ক্ষুধার্ত। গতকাল রাত থেকে ভাত কেনো আমরা একফোঁটা পানি পর্যন্ত খাইনি। আমাদের কিছু খেতে দেন নইতো ট্রাক ছেড়ে দেন।

শনিবার দুপুর তিন টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির সামনে ট্রাকের উপর বসে এমন আহাজারি করছিলেন ঢাকার কেরানীগঞ্জ থেকে ফিরে আসা রব্বানী, মোকলেজ, গফুরসহ ট্রাকে বসে থাকা আরো অনেক শ্রমিক।

জানা গেছে,  ঢাকা থেকে গোপনে ট্রাক যোগে আসা ওই গার্মেন্টস শ্রমিকদের আটক করে সাতক্ষীরা থানা পুলিশ। পরে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা জেলা পুলিশের ব্যবস্থাপনায় তাদেরকে শ্যামনগর প্রাইমারী  স্কুল ঘরে ১৪  দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ…

ক্ষুধার্ত ওই শ্রমিকদের আকুতি দেখে সাতক্ষীরা ইটাগাছা পুলিশ ফাঁড়ির এএসআই দুলাল বাবু তাদেরকে ৫  কেজি মুড়ি ও ১০  লিটার ফ্রেস পানি কিনে দেন। 

এসময় ওই ক্ষুধার্ত শ্রমিকেরা মুড়ি আর পানি খেয়ে সাতক্ষীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা  প্রকাশ করেন করে বলেন, গতকাল থেকে সাতক্ষীরা আসা পর্যন্ত আমাদেরকে অন্তত  দশটি জায়গাতে আটকিয়ে জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু কেউ এক ফোঁটা পানিও খেতে দেয়নি। অবশেষে সাতক্ষীরা জেলা পুলিশই আমাদের মুড়ি ও পানি খেতে দিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *