Spread the love

কামরুল হাসান: কলারোয়ায় করোনা ভাইরাস মোকাবেলায় পৌরবাজার এলাকায় লকডাউন ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বাজার পর্যাবেক্ষণ করে বিনা প্রয়োজনে সর্ব সাধারণকে বাইরে না আসার পরামর্শ এবং দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান  জানালেন কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

সোমবার(৩০ মার্চ) সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ পৌর বাজার এলাকা ঘুরে ঘুরে এ আহবান জানান।

এর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আক্তার হোসেনের সাথে এক সৌজন্য সাক্ষাত করেন ব্যবসায়ী নেতারা।

এসময় উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সহ.সভাপতি আশফাকুর রহমান সোহেল, সহ.সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, দপ্তর সম্পাদক দীলিপ অধিকারী চান্দু, ইমরান হোসেন প্রমুখ।

এদিকে, তালা-কলারোয়ার সংসদ সদস্য অ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির এ কার্যক্রমের প্রশংসা করেন। তিনি সকলকে নিরাপদ দূরত্বে থেকে আইন মেনে চলার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *