Spread the love

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ২০১৯-২০ অর্থ বছরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় মৎস্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ ফেব্রæয়ারী রবিবার বেলা ১২ টায় মৌতলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপজেলা মৎস্য দফতরের বাস্তবায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মৌতলা ইউপি সচিব মহাসিন কবীরের সঞ্চালনায় ও ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহদেী।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য ফেরদাউস মোড়ল, ইউপি সদস্য রবিউল ইসলাম, মুন্সি মশিউর রহমান পলাশ, নজরুল ইসলাম, কাজী হাফিজুদ্দিন বাবু প্রমুখ। এসময় মৎস্য চাষী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সুধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মৎস্য চাষীরা তাদের মৎস্য চাষে অনেক সমস্যার বিষয়ে আলোচনা করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *