Spread the love

শেখ রিজা্উল ইসলাম: সাতক্ষীরা-যশোর মহাসড়কের সার্কিট হাউজ মোড়ের দক্ষিণ পাশের মৃত শিশু গাছটি বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে। যেকোনো সময় ঝড় বা দমকা হাওয়ায় গাছটি সড়কের পথচারী ও যানবাহনের ওপর পড়তে পারে এবং দুর্ঘটনাসহ প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তৈরী হয়েছে।

শনিবার(১৫ ফেব্রয়ারী) সরেজমিনে দেখা যায়, বকচরা মোড়ের দক্ষিণ পাশে রাস্তার পাশের ঝুঁকিপূর্ণ ওই মৃত শিশু গাছটির অবস্থান। গাছের নিচ দিয়ে প্রতিনিয়ত পথচারী ও বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করছে। ফলে গাছটি নিয়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন স্থানীয়রা।

গাছটি সম্পর্কে স্থানীয় দোকানদার শাহীন আলম বলেন, প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে। মৃত ওই গাছটি খুবই বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে। দমকা বাতাস ও হঠাৎ ঝড়ে যেকোনো সময় সড়কে চলাচলরত পথচারী ও গাড়ির ওপর গাছটি ভেঙে পড়তে পারে। ফলে মারাত্মক দূর্ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে।

সড়ক ও জনপদ বিভাগ (সওজ), সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দীন বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। যদি গাছটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয় তাহলে গাছটি অপসারণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *