Spread the love

শ্যামনগর প্রতিনিধি: সারাদেশের ন্যায় শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দপুুর এ.এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় বই উৎসব-২০২০ যথাযোগ্য উত্‍সব মুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বছরের প্রথম দিনে সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক দিবসের শুভ উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধালীগের সভাপতি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরন্জন মন্ডল।

বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি প্রভাষক মুকুন্দ কুমার মন্ডলের সভাপতিত্বে এবং অধ্যক্ষ গাজী মো: সফিকুল ইসলামের সার্বিক সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুল হাকিম, এসময় আরও উপস্হিত ছিলেন সহ-প্রধান শিক্ষক শচীনচন্দ্র নাথ মন্ডল, সহ-অধ্যাপক মো. আলাউদ্দীন, মোস্তফা নুর মোহাম্মদ, আসাদুজ্জামান, প্রবীর রপ্তান,  হামিদুল ইসলাম, রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান, প্রভাষক দেবাশীষ মন্ডল, জহুরুল হক, ব্রজেশ্বর কুমার, নাসিরউদ্দীন, শংকর কুমার, ক্রিড়া শিক্ষক নুর হোসেন,  সহকারী শিক্ষক সওকাত হোসেন, মাওলানা মোস্তফা নূর হোসেন, ইসমাতারা, আলমগীর কবীর, করুনা বালা, সনজিত কুমার, নাসিরউদ্দিন ও রাজগুল বাহার সহ অভিভাবকবৃন্দ, সূধীমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

বছরের প্রথম দিনে পাঠ্য পুস্তক হাতে পাওয়ায় শিক্ষার্থী, অভিভাবক সহ শিক্ষানুরাগী সচেতন মহল বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *