Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে এবং ড্রিমার্স কনসালটেশন এন্ড রিচার্স এর সহযোগিতায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া অসহায় গরীব এবং পুলিশ সদস্যদের মধ্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। 

আজ দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহম্মদ মোস্তাফিজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, সহকারি পুলিশ সুপার মির্জা সালাহ উদ্দিন, কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিরুল ইসলাম, দেবহাটা সার্কেলে ইয়াসিন আলী, তালা সার্কেলের হুমায়ন কবীর, ডাঃ ইমরুল কায়েস, জিমি, রাবেয়া সুলতানা রিমি প্রমুখ।

এ সময় বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আসা ড্রিমার্স কনসালটেশন এন্ড রিচার্স এর ১১২ তম ক্যাম্পেইন এর মাধ্যমে ৯৫ সদস্যের একটি টিম বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *