Spread the love

মোমিনুর রহমান(সবুজ), ঝাউডাঙ্গা: সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় রাস্তা দখল করে রাস্তার উপরে ট্রাক পার্কিং করায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ট্রাককে জরিমানা করা হয়েছে।

রোববার রাত ৭টায় ঝাউডাঙ্গা ইসলামীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা’র সামনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সরেজমিন গিয়ে জানা যায়, ঝাউডাঙ্গা বাজারে প্রধান সড়কের দুই পাশ দিয়ে সারিবদ্ধ ভাবে যানবাহন (ট্রাক) রাখাতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে বিভিন্ন যানবাহনের মধ্যে ২টি যানবাহনকে ২টি মামলার বিপরীতে ২৫০০টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন,  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার লিখন বনিক।

মোবাইল কোর্টের অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,,এই ব্যস্ততম প্রধান সড়কের ওপর ইচ্ছামত যানবাহন রাখা যাবেনা। এতে করে সাধারণত মানুষসহ স্কুলগামী শিশুদের রাস্তা দিয়ে চলাচলে বাঁধা সৃষ্টি হচ্ছে। শ্রমিক-মালিকদের উদ্দেশ্যে বলেন, স্থানীয় যানবহন গুলো রাখার জন্য জায়গা চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবে।

এছাড়া বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সকাল ৮টার আগে ও রাত ১০টার পরে ছাড়া কোন যানবাহন(ট্রাক) লোড-আনলোড করা যাবেনা। এসকল স্থানে যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত অভিযান চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *