Spread the love

এসভি ডেস্ক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের পিংকি খাতুন। তিনি বাংলাদেশের প্রথম হিজড়া ভাইস চেয়ারম্যান।

জানা গেছে, পিংকি কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সোয়াদি গ্রামের নওয়াব আলীর সন্তান। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবেন। বৈষম্য রয়েছে তা রোধে কাজ করবেন।
তৃতীয় লিঙ্গের পিংকি খাতুন এবার কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন। তিনি নির্বাচনে প্রচারণার শুরু থেকেই জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন।

এদিকে, পঞ্চম ধাপে অনুষ্ঠিত ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শরিফুন্নেছা মিকি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রিয়াজ হোসেন।

উল্লেখ্য, তৃতীয় লিঙ্গের মানুষরাও এখন ধীরে ধীরে উঠে আসছেন। তারা সমাজের কাছে গ্রহণযোগ্যতাও পাচ্ছেন। বাংলাদেশের প্রথম হিজড়া ভাইস চেয়ারম্যান হয়ে পিংকি সেই ধারাবাহিকতায় আরও একটি নজির গড়লেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *