Spread the love

এসভি ডেস্ক: মুজিব বর্ষ পালনে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাবনা বিষয়ক এক অনুষ্ঠান বুধবার শহরের লেক ভিউ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীরা জেলা প্রশাসকের উপহার পেয়ে আনন্দে মেতে ওঠে। সেই সাথে মেতে ওঠে কবিতা আবৃত্তি, নৃত্য ও গানে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে অংশ নেন। আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক আবুল কালাম বাবলা, সুইড খাতিমুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ সুইড খাতিমুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল প্রতিবন্ধী শিক্ষার্থীদের বেলুন উপহার দেন।
পরে তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন।

এসময় তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও সুযোগ পেলে সমাজের কল্যাণে আসতে পারে। কাউকে পিছিয়ে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের শিক্ষা ও সুযোগসুবিধা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *