Spread the love

এসভি ডেস্ক: দেবহাটার সখিপুর ধোপাডাঙ্গায় রিয়াজুদ্দীন গাজী নামের এক ব্যাক্তির ডিসিআরকৃত জমি দখলে রাখার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী রিয়াজুদ্দীন গাজী জানান,তিনি একজন ভুমিহীন হওয়ায় ২০০১ সালে সখিপুর ধোপাডাঙ্গা মৌজার ১০২৯ দাগের সরকারি খাস জমি বন্দোবস্তের আবেদনের প্রেক্ষিতে উপজেলা কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটির সভার সিদ্ধান্ত ও সুপারিশক্রমে তাকে বন্দোবস্ত দেয়া হয়। কিন্তু তাদের ডিসিআরকৃত ওই খাস জমিটি একই এলাকার মৃত আত্তাব সরদারের পুত্র নুরুল আমিন দখলে রেখে দীর্ঘদিন ধরে তাদেরকে হয়রানী করে আসছেন।

এ বিষয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান ভুক্তভোগী রিয়াজুদ্দীন ও তার পরিবারের সদস্যরা।