Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জি এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ২০১৮ সালে বিদ্যালয়টি থেকে প্রাথমিক সমাপনীতে ৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এদের মধ্যে ১১ জন বৃত্তি পেয়েছে। ৪ জন ট্যালেন্টপুলে এবং ৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এছাড়া ১৯ জন এ প্লাস, ৩৫ জন এ গ্রেড এবং ১৪ জন শিক্ষার্থী।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- ট্যলেন্টপুলে মাহাবিন আনোয়ার, জিত মন্ডল,সামিয়া সিথি, তানজিমা তানসিম ও সাধারণ গ্রেডে ইমতিয়াজ আহমেদ, রেজওয়ান, তানভীর আহমেদ সিয়াম, তাসনিয়া আফরিন নিশি, তাসনিন সুলতানা, আনজুমান আরা, রেহেনা আক্তার অসিয়া।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা আফরোজ জানান, বিদ্যালয়টিতে প্রতিবছর অত্যন্ত সুনামের সাথে সন্তোষজনক ফলাফল করে আসছে। প্রতিবছরই বিদ্যালয় থেকে ৬/৭জন শিক্ষার্থী বৃত্তি পায়। গত বছরও ৭জন বৃত্তি পেয়েছিলো।

তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সাফল্য অর্জন করায় সকল অভিভাবক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন এবং সাফল্যের এধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।