Spread the love

বিশেষ প্রতিনিধি:  অতিরিক্ত পুলিশ সুপার(সাতক্ষীরা সদর সার্কেল) মেরিনা আক্তার বলেছেন, যাদের উপর নির্বাচনের পবিত্র দায়িত্ব দেওয়া হয়েছে তারা দায়িত্ব সঠিকভাবে পালন করবে। নির্বাচনে কোন প্রকার বিশৃঙ্খলা সহ্য করা হবেনা। নির্বাচনী দায়িত্বে বাঁধা আসলে আইনশৃঙ্খলা বাহিনী সেটি কঠোর হস্তে দমন করবে।

তিনি বলেন, ভোটাররা উৎসবমূখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রদান করবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জেলা পুলিশসহ সকল আইন শৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করবে। আগামীকাল উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় তা নিশ্চিত করতে নির্বাচনী কর্মকর্তাদের সাহস এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এমন কোন নির্বাচন চায়না যার জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

আগামীকাল রোববার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ শনিবার সকাল ১০টায় সাতক্ষীরার কলারোয়া বলফিল্ড মাঠে নির্বাচনী ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা মনিরুজ্জামান, পুলিশ পরিদর্শক(তদন্ত) জেল্লাল হোসেন।