Spread the love

আশাশুনি প্রতিনিধি: জাতীয় ভোটার দিবস পালনের লক্ষে আশাশুনিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় দিবসটি পালনের লক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের পরিচালনায় সভায় উপজেলা নির্বাচন অফিসার সাইফুর রহমান, আশাশুনি সরকারী কলেজের সহকারী অধ্যাপক তৃপ্তিরঞ্জন সাহা, আরডিও বিশ্বজিৎ কুমার ঘোষ, প্রভাষক মাসুদুর রহমান মাসুদ, মোখলেছুর রহমানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।