Spread the love

এসভি ডেস্ক: যশোরের বেনাপোল সীমান্ত থেকে পাচারের সময় ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার করেছে সীমান্তরর্ক্ষী বিজিবি’র সদস্যরা৷

বুধবার (৬ ই ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে সাদীপুর বেলতলা এলাকা থেকে এ কাঠ উদ্ধার করা হয়। তবে উদ্ধারের সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধারকৃত চন্দন কাঠের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান জানান, গোপন সংবাদে ভিত্তিতে তিনি জানতে পারেন একদল পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান চন্দন কাঠ এনে যশোর নেয়ার জন্য সাদীপুর সীমান্তের বেলতলা নামক স্থানে অবস্থান করছেন।

এ সময় তার নেতৃত্বে হাবিলদার দেলোয়ার হোসেন, ল্যান্স নায়েক নজরুল ইসলাম ও সিপাহী সিদ্দিকুর রহমানকে সাথে নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার করেন। তবে বিজিবি’র উপস্তিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।উদ্ধারকৃত চন্দন কাঠ বেনাপোল কাস্টমসে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।