আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি নির্বাচিত হয়েছে বুধহাটার বুশরা গ্রুপ। ৪৭তম জাতীয় সমবায় উদযাপন উপলক্ষ্যে রবিবার সকালে আশাশুনি এতিম ছেলে-মেয়েদের জন্য কারিগরী শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা সমবায় কর্মকর্তা আনছারুল আযাদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। উপজেলা সমবায় অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলার শ্রেষ্ঠ সমিতি হিসাবে বুধহাটা বুশরা গ্রাম উন্নয়ন সমিতিকে মনোনীত করা হয়।
বুধহাটা বুশরা গ্রাম উন্নয়ন সমিতির পক্ষে শ্রেষ্ঠ সমিতির পুরুষ্কার গ্রহণ করেন সাধারণ সম্পাদক ইয়ছিন আলী। এসময় উপজেলার সকল গ্রাম উন্নয়ন সমিতির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।