Spread the love

এসভি ডেস্ক: নয় বছর পর, দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফের আয়োজক বাংলাদেশ। আজ মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সাফের দ্বাদশ আসরের পর্দা উঠেছে। উদ্বোধনী ম্যাচে বিকেল চারটায় মুখোমুখি হচ্ছে নেপাল ও পাকিস্তান। আর সন্ধ্যা সাতটায় দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভুটান। সরাসরি সম্প্রচার করবে বিটিভি। সাফ চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর টেলিভিশন সম্প্রচার যাত্রা শুরু করবে।

ভুটানের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দল ১৯৮৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ৮ ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে বাংলাদেশের জয় ৬টিতে। ড্র ১টিতে। আর ভুটানের জয় ১টিতে। সেটি এসেছে ২০১৬ সালে এশিয়া কাপের প্রাক-বাছাই পর্বের ম্যাচে। ঘরের মাঠে তারা বাংলাদেশকে হারিয়েছিল ৩-১ ব্যবধানে।

এবারের আসরে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ ভুটান, পাকিস্তান ও নেপাল। মঙ্গলবার ভুটানের বিপক্ষে খেলার পর বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। পরের রাউন্ডে যেতে হলে কমপক্ষে দুটি জয় প্রয়োজন বাংলাদেশের।