Spread the love

এসভি ডেস্ক: দু’দেশের রাজনৈতিক বৈরিতার কারণে এখন ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যায় কালেভদ্রে।  এশিয়া কাপের বদৌলতে ফের দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। 

বুধবার বিকালে দুবাইয়ে গড়াবে হাইভোল্টেজ ম্যাচটি।  দুই দলের মহারণ দেখতে অপেক্ষার প্রহর গুনছেন বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমী। 

ব্যতিক্রম নন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান।  চিরশত্রু পড়শির বিপক্ষে নিজ দেশের ‘যুদ্ধ’ দেখতে মুখিয়ে তিনিও।  তাই শত ব্যস্ততার মাঝেও সেখানে ছুটে যাচ্ছেন ক্রিকেটার কাম রাজনীতিবিদ।  গ্যালারিতে বসেই পাক-ভারতের ময়দানি লড়াই দেখবেন ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক। 

দু’দিনের রাষ্ট্রীয় সফরে এখন সৌদি আরবে আছেন ইমরান খান।  সেখান থেকেই দুবাইয়ে যাবেন তিনি।  সশরীরে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।  গ্যালারিতে বসেই দুই প্রতিবেশি দেশের ক্রিকেট ম্যাচ দেখবেন তিনি । 

বিষয়টি কানে পৌঁছেছে পাকিস্তানের বর্তমান অধিনায়ক সরফরাজ আহমেদেরও।  দলবল নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তিনি।  একে দলের জন্যই মঙ্গল বার্তা হিসেবে নিচ্ছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। 

সরফরাজ বলেন, ইমরান খানের উপস্থিতি খেলোয়াড়দের মাঝে বাড়তি অনুপ্রেরণা জোগাবে।  সবাই নিজেদের সেরাটা দিতে উদ্বুদ্ধ হবে।