Spread the love

এসভি ডেস্ক: কুমিল্লায় যুবলীগ নেতার ঘুষিতে বাবুল হোসেন তালুকদার নামে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যুর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার জেলার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের সৈয়দখার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন তালুকদার পদুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং একই গ্রামের বাসিন্দা। অপর দিকে অভিযুক্ত রবিউল একই ইউনিয়নের যুবলীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে পদুয়া ইউনিয়নের সৈয়দখার কান্দি গ্রামে ভিজিএফের চাল বিতরণ করার সময় ইউনিয়ন যুবলীগ সভাপতি রবিউল পরিমাণে কম চাল বিতরণের অভিযোগ এনে ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন তালুকদারের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে তিনি চেয়ারম্যানকে ধাক্কা ও ঘুষি মারেন। এতে চেয়ারম্যান অসুস্থ হয়ে পড়েন। পরে বাড়িতে নেয়া হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

স্বজনরা তাকে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে চেয়ারম্যানের মৃত্যুর বিষয়ে থানায় মামলা দায়ের নিয়ে জটিলতা দেখা দিয়েছে। দণ্ডবিধির কোন ধারায় পুলিশ মামলা নেবে এ নিয়ে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ সিদ্ধান্ত নিতে পারেনি।

রাত সোয়া ১১টায় দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) মো. নুুরুল ইসলাম জানান, চেয়ারম্যানের মরদেহ বর্তমনে থানায় রাখা হয়েছে, ঈদের দিন হলেও বুধবার মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হবে। তিনি আরও জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি, কারণ মামলা ৩০২ ধারায় (হত্যা) নাকি অনিচ্ছাকৃত আঘাতের কারণে ৩০৪ ধারায় মামলা হবে এ নিয়ে সিনিয়র পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা চলছে, হয়তো রাতের মধ্যেই মামলা হতে পারে।