Spread the love

এস ভি ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজ ভার্সিটি ভাইস চ্যান্সেলর একাদশের বিরুদ্ধে দারুণ এই জয়ে ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে টাইগাররা।

জ্যামাইকার স্যাবাইনা পার্কে শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২২৭ রান করে স্বাগতিক দল। সর্বাধিক ৫৮ রান করেন ওটলে। এছাড়াও ক্রিস গেইল করেন ২৯।

বাংলাদেশের হয়ে ১৪ রানে ৪ উইকেট নেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়াও পেসার রুবেল হোসেন নেন ৩ উইকেট।

২২৭ রানের জবাবে মাঠে নেমে এনামুল বিজয় আর লিটন দাসের শুরুটা অবশ্য ভাল হয়নি। আন্দ্রে রাসেলের প্রথম ওভারেই শূন্য রানে ফিরে যান এনামুল বিজয়। এরপর ৪৩ রান করে আউট হন নাজমুল শান্ত। এতে তাদের ১০১ রানের জুটি ভাঙে।

এরপর সুবিধা করতে পারেনি মাহমুদুল্লাহ আর মোসাদ্দেক সৈকত। তবে লিটন দাস আর মুশফিকের হাফ সেঞ্চুরিতে ৪৩ ওভার ৩ বলেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

৭৫ রানে অপরাজিত থাকেন মুশফিক। এদিন বাংলাদেশের একাদশে ছিলেন না সাকিব ও তামিম।