Spread the love

এসভি ডেস্ক: বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ-বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

মার্কিন ওই মন্ত্রীর চিঠি তিন দলের কাছে হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। এ তথ্য জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

গণমাধ্যমকে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র একটি চিঠি হস্তান্তর করার জন্য মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আমাদের কার্যালয়ে এসেছিলেন। চিঠিটা আমাদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছেন।

এই চিঠি শুধু আমাদের না, সেইম চিঠি তিনটি দলকে দেয়া হয়েছে। তিনি আরও জানান, চিঠিটা খুবই সংক্ষিপ্ত, এতে বাংলাদেশে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তিনটি প্রধান রাজনৈতিক দলকে সংলাপে বসার আহবানও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *