Spread the love

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগরে ঝুকিপূর্ণ বাক্সকল ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে।

শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে কৈখালী ইউনিয়নের পরানপুর ও কাঠামারির মাঝখানে নূর ইসলামের মৎস্যঘেরীর কলের পাশ ভেঙে পানি প্রবেশ করে। পরে স্থানীয়রা বস্তা দিয়ে পানি আটকাতে সক্ষম হলেও আতঙ্ক কাটেনি।

কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, বিষয়টি জানতে পেরেই লোকজন দিয়ে সাময়িকভাবে পানি আটকাতে সক্ষম হয়েছি। তবে এরকম আরও কয়েকটি কল আছে। যা ঝুঁকিপূর্ণ। পানিউন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে যত্রতত্র ছিদ্র করে পাইপ ও বাক্স কল বসিয়ে ঝাঁজরা করে বেড়িবাঁধকে দূর্বল করে দিয়েছে পানি ব্যবসায়ীরা৷ শ্যামনগরে ২০ টার অধিক বাক্স কল রয়েছে। সেখানে প্রায় অর্ধেক বাক্সকল ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *