Spread the love

সোহারাফ হোসেন সৌরভ: জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, অসহনীয় বিদ্যুতের লোডশেডিং এবং সকল প্রকার পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৫টায় শহরের সঙ্গীতা মোড় এলাকায় সাতক্ষীরা জেলা বিএনপি’র আয়োজনে এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মৃনাল কান্তি রায়।
অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান।তিনি বলেন, ‘তেল, গ্যাস, বিদ্যুৎ ও
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন যাত্রায় ব্যাঘাত ঘটছে। সাধারণ খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠেছে। তেলের দাম বাড়ার কারণে পরিবহনে ভাড়া বেড়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে গেছে। এতে সাধারণ খেটে খাওয়া
মানুষের জীবনে প্রভাব পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তারাও আজ দিশেহারা। তিনি আরও বলেন, এই সরকারকে হটাতে হলে রাজপথে নামতে হবে, তবেই এই সরকারের পতন হবে। তাদের সময় শেষ হয়ে এসেছে। এ সরকার
দ্রব্যমূল্য বৃদ্ধি করে লুটপাট করছে। দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা প্রমাণ হয়েছে। অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো আমরা।’ সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হাসান হাদী, সদস্য সচিব আতাউর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলী হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি
মিলন শিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক সবুজ পারভেজ, তালা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা মন্টু, যুবদল নেতা ফরিদ, আলিম, কামরুল, উজ্জল, জামাল,
আসাদুজ্জামান খোকা, রুবেল, রেজাউল, চন্দন, রাহাত, সাদ্দাম, আরিফুল আলো, রাজু প্রমুখ। সমাবেশ শেষে সঙ্গীতা মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্স’র সামনে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *