Spread the love

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এলাকার বাদেরজেলে এলাকা থেকে ভেজাল মধু তৈরির সারঞ্জাম, উপকরণ ১৫ বস্তা চিনিসহ ৭ মৌয়ালকে আটক করেছে বন বিভাগ।

শুক্রবার (২১ মে) সন্ধ্যায় সুন্দরবনের গহিন থেকে তাদের আটক করা হয়।

আটক মৌয়ালরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের নুরমান আলীর ছেলে আবদুস সাত্তার (৪৫), হাজের বৈদ্যের ছেলে কুব্বাত আলী (৫০), মৃত এলাহী বক্সের ছেলে শাহদাত হোসেন (৫০), ছদরুল গাজীর ছেলে সাহেব আলী (৫২), ফুলচাঁদ গাজীর ছেলে মজিদ গাজী (৫০), ইয়াছিন গাজী (৪৫) ও মোসলেম সানার ছেলে আবু বক্কর (৫২)।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন….

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বলেন, মধু সংগ্রহের জন্য তারা পাস সুন্দরবনে গিয়েছিলেন। আটককৃতদের কাছ থেকে দুটি নৌকা, ১৫ বস্তা চিনি, ৩৫টি ড্রাম, ৯টি দড়িসহ অন্যান্য সারঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, তারা সুন্দরবনে গিয়ে ভেজাল মধু তৈরি করতেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *