Spread the love

কলারোয়া প্রতিনিধি: ঘূর্ণিঝড় “যশ” মোকাবেলায় কলারোয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল কালাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কুমার সরকার, কৃষি অফিসার রফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার আসিফ আহমেদ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন, পল্লী বিদ্যুতের এজিএম (কলারোয়া জোনাল) বিদ্যুৎ মল্লিক, সমাজসেবা কর্মকর্তা নূরে আলম নাহিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম এ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, সদস্য শিক্ষক শেখ শাহাজাহান আলি শাহিন, রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি এসএম জাকির হোসেন, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক শিক্ষক মোস্তফা হোসেন বাবলু, স্বেচ্ছাসেবী সংগঠন সেবার সম্পাদক শিক্ষক মিজানুর রহমান, প্রিমিয়ার ছাত্রসংঘ’ সভাপতি আফজাল ফুয়াদ অভি, ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল ওহাব বিশ্বাস, উপজেলা সমন্বয়কারী বদরুল আলম, আনসার ভিডিপি প্রশিক্ষক এইচ এম ইশার আলী, মফিজুল ইসলাম প্রমুখ। সভায় ঘূর্ণিঝড় “যশ” মোকাবেলায় উপজেলাব্যাপি ব্যাপক সচেতনতামূলক প্রচার প্রচারণার আহবান জানানো হয়।

সাতক্ষীরা অঞ্চলে আঘাত হানার সম্ভাব্য সময় আগামি ২৬ মে সামনে রেখে জনগণকে ব্যাপকভাবে সচেতন করে জান-মাল রক্ষায় আত্মরক্ষামূলক কার্যক্রম গ্রহণের আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *