Spread the love

নিজস্ব প্রতিনিধি: জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়নের আড়ুয়াখালীতে একই পরিবারের ৫ জনকে জখমের ঘটনায় শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা থানা পুলিশ।

আজ সোমবার সন্ধায় পায়রাডাঙ্গা বাজার হতে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

শফিকুল ইসলাম আড়ুয়াখালীর জালাল গাজীর ছেলে।

আড়ুয়াখালী গ্রামের আশরাফ আলীর ছেলে নাজমুল হোসেন বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধে আমাদের সাথে একই এলাকার মৃত জালাল গাজীর ছেলে রেজন হোসেন মিলন, মৃত জাহাবাজ গাজীর ছেলে নাশকতা মামলার আসামী জিয়ারুল ইসলাম গংদের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে গত শনিবার(২৭ মার্চ) নাশকতা মামলার আসামী জিয়ারুল ইসলামের নেতৃত্বে রেজন হোসেন মিলন, মৃত. মোকছেদ গাজীর ছেলে হামিদুল ইসলাম, জালাল গাজীর ছেলে শফিকুল ইসলাম, বনি আমিন গাজীর ছেলে টুটুলসহ কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে আমাকে, আমার বাবা আশরাফ হোসেন, মা জাহানারা খাতুন, ভাই আজমল হোসেন ও চাচাতো বোনকে ব্যাপক মারপিট করে জখম করে। তারা আমাদের ঘরের আসবাবপত্র ভাংচুর, নগদটাকা ও স্বর্ণালংকার লুটপাট করে। এ সময় আমার ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে তারা বিভিন্ন হুমকি দিয়ে পালিয়ে যায়। বর্তমানে আমার মা, বাবা, ভাই ও চাচাতো বোন সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছে।

এ ব্যাপারে জানার জন্য রেজন হোসেন মিলনের মোবাইলে একাধিক বার কল করলেও মোবাইল বন্ধ থাকার কারণে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা থানার এসআই আহম্মদ আলী সাতক্ষীরা ভিশনকে বলেন, ওই ঘটনায় নাজমুল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছে। মামলার ৪ নং আসামী শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *