Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটার একটি পুকুরের মাটি খুড়তেই বেরিয়ে এলো ৪০০ বছরের পুরাতন স্বর্ণ স্বাদৃশ্য রাধারানী মূর্তি। বর্তমানে মূর্তিটি পুলিশের হেফাজতে রয়েছে।

শনিবার( ৬ মার্চ) সকাল ১০ টার দিকে পাটকেলঘাটার কুমিরা এলাকার বাবুর পুকুরে মাটি কাটার সময় মূর্তিটি পাওয়া গেলে সেটি পুলিশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যা, সকালে বাবুর পুকুরে স্কেভেটর দিয়ে মাটি কাটছিল মোল্লা ব্রিকস এর লোকজন। হটাৎ স্কেভেটরের হাতলে মূর্তিটির আঘাত লাগলে ঝনঝন শব্দ হয়।তখন শ্রমিকরা সেটি উদ্ধার করে। সাথে সাথে এলাকায় সোনার মুর্তি পাওয়া গেছে বলে খবর ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি জানতে পেরেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তিটি উদ্ধার করে।

পরে থানার এস আই বুলবুল আহম্মদ মুর্তিটি প্রান্ত জুয়েলার্স এ নিয়ে গেলে সেখানের শেকড়ারা সেটি পিতলের মুর্তি বলে নির্ধারণ করে।যাহার ওজন ১ কেজি ৪০০ গ্রাম।কমপক্ষে ৪০০ থেকে সাড়ে ৪শ বছরের পুরাতন রাধা-রানী মূর্তি বলে নিশ্চিত করেছেন।

পাটকেলঘাটার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, মাটি কাটার সময় মূর্তিটি পায় শ্রমিকরা। স্বর্ণের মূর্তি পাওয়া গেছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে মূর্তিটি উদ্ধার করে। পরে মূর্তিটি পরীক্ষার জন্য স্বর্ণকারের কাছে নিয়ে গেলে তিনি এটিকে পিতলের মূর্তি বলে জানান। মূর্তিটির ওজন ১ কেজি ৪০০ গ্রাম এবং ৪০০ বছরের পুরনো বলে জানিয়েছেন স্বর্ণকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *