নিজস্ব প্রতিনিধি: এক কলেজছাত্রীর আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
যুবকের নাম ফিরোজুর রহমান রানা(৩৫)। তিনি সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকার খলিলুর রহমানের ছেলে।
শুক্রবার (২৮ আগস্ট) ভোরে শহরের নিউ মার্কেট এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে ডিবি।
ভুক্তভোগী ওই কলেজছাত্রী সদর উপজেলার বাঁশদহা এলাকার বাসিন্দা ও সাতক্ষীরা ল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী।
ওই কলেজছাত্রী বলেন, আমার মোবাইল থেকে কৌশলে ব্যক্তিগত ৫-৬টি ছবি নিয়ে নেন ফিরোজুর রহমান রানার স্ত্রী মিতালী। এরপর মিতালী সেই ছবি তার স্বামী রানার কাছে সরবরাহ করেন। রানা সেই ছবি কয়েকজনের কাছে ছড়িয়ে দেন। এরপর অনলাইনে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় আমি পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ করেছি। অভিযোগের পর রানাকে ডিবি পুলিশ আটক করেছে।
সাতক্ষীরা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরিদ হাসান, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।