Spread the love

সোহারাফ হোসেন (সৌরভ): ঝড়-জলোচ্ছাস, নদীর বেড়িবাঁধ ভাঙন, লবনাক্ততা ও জলাবদ্ধতায় বিপন্ন সাতক্ষীরাসহ উপকূলীয় এলাকার মানুষকে রক্ষার দাবীতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।

১৫ জুন সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা কালেকটরেট চত্বরে এক বিশাল মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে ওই স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনের বক্তারা বলেন, ঝড়-জলোচ্ছাস ছাড়াও দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকার মানুষ নদীর বাঁধ ভেঙে প্লাবিত হওয়া, লবণাক্ততা বৃদ্ধি এবং জলাবদ্ধতা সমস্যার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে।

অন্য জেলা থেকে লোক না এলে যে এলাকার ধান কাটা হতো না সেই এলাকার লাখ লাখ মানুষ এখন কাজের সন্ধানে দেশের বিভিন্ন এলাকায় যেতে বাধ্য হচ্ছে। সরকারের নানামুখি উদ্যোগ সত্বেও এই এলাকায় দারিদ্র পরিস্থিতির আশানুরূপ উন্নতি হচ্ছে না। শিক্ষাসহ অন্যান্য সূচকেও এই এলাকা পিছিয়েই থাকছে কেবলমাত্র প্রাকৃতিক দুর্যোগের কারণে।

মানববন্ধনে সংহতি জ্ঞাপন করেন ও বক্তব্য রাখেন, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক অধ্যাপক আবু আহমেদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, জেলা বাসদের সমন্বায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, জেএসডির সুধাংশু শেখর সরকার, জেলা জাতীয় পাটির যুগ্ম সম্পাদক আনোয়ার জাহিদ তপন, সিপিবির আবুল হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী ও এম কামরুজ্জামান, বাসদ মার্কসবাদীর এড. খগেন্দ্র নাথ ঘোষ, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের এড. আল মাহামুদ, স্বদেশের নির্বাহী পরিচালক মধাব চন্দ্র দত্ত্ব, বাংলাদেশ জাসদের প্রভাষক ইদ্রিশ আলী, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেএসডির আব্দুল জব্বার, উত্তরণের মনিরুজ্জামান জোয়াদ্দার, সুশীলনের দেব রঞ্জন, লির্ডাসের আমজাদ হোসেন, জেলা কারিগরি কলেজ শিক্ষক সমিতির তপন কুমার শীল, জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুনসুর রহমান, মটর শ্রমিক ইউনিয়নের রবিউল ইসলাম রবি, শ্যামনগর জাগ্রত যুব সহনশীল দলের শাহিদা খাতুন, শ্যামনগর যুব ফোরামের মোঃ মমিনুর রহমান, গাবুরা ইউনিয়ন ক্লাইমেট রেজিলিয়েন্ট ফোরামের মোঃ আমজাদ হোসেন ও শরবানু, গ্রাম্য ডাক্তার সমিতির শহিদুল ইসলাম, হোমিও প্যাথিক চিকিৎসক সমিতির হাবিবুর রহমান, আসাদুজ্জামান লাভলু, পানি কমিটির মফিজুর রহমান, ভূমিহীন নেতা কওসার আলী, আব্দুস সামাদ, আব্দুস সাত্তার, দুষ্টি প্রতিবন্ধী সংস্থার আবুল কালাম আজাদ, জলবায়ু পরিষদের পিযুষ বাউলিয়া পিন্টু, প্রগতির পাপিয়া আহমেদ, শ্যামল বিশ্বাস, লুইস রানা গাইন, শেখ আফজাল হোসেন, বর্ষার নাজমুল আলম মুন্না প্রমুখ।

সভা পরিচালনা করেন নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ ও যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *