Spread the love

এসভি ডেস্ক: সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনে পর্যালোচনা সভায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলার চার সংসদ সদস্যকে দেয়া আমন্ত্রণপত্রে ‘বঙ্গবন্ধু’ বানানে অনাকাঙ্ক্ষিত ভুল এবং পর্যালোচনা সভাটি স্থগিত করার জন্য যে চিঠি দেয়া হয়েছে তাতেও ‘বঙ্গবন্ধু’ বানান অনাকাঙ্ক্ষিত ভুল হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক।

আজ বিকালে DC Satkhira Mostafa Kamal নামের ফেসবুক আইডিতে স্টাটাস দিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন।

তাঁর স্টাটাসটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এঁর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২০ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা থেকে পর্যালোচনা সভার জারিকৃত নোটিশে বঙ্গবন্ধু বানানে করণিক ভুলের কারণে উ-কার পড়েনি, যা অনিচ্ছাকৃত ভুল। এ ধরণের ভুল কোনমতেই কাঙ্ক্ষিত নয়। অনাকাঙ্ক্ষিত এ ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

-জেলা প্রশাসক, সাতক্ষীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *