Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়ন পরিষদের জায়গা দখল করে পাকা স্থাপনা(দোকানঘর) নির্মাণের অভিযোগ উঠেছে বৈকারী ইউনিয়ন জাতীয় পার্টি নেতা শামীম হোসেনের বিরুদ্ধে। তবে নির্মাধীন ওই স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।

বৈকারী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে বলেন, আমি চেয়ারম্যান হবার আগের চেয়ারম্যানকে ম্যানেজ করে ওই জায়গায় স্থাপনা নির্মাণ করেন শামীম হোসেন। এরপর কাউকে না জানিয়ে আবার ওই জায়গায় বিম করে পাকা স্থাপনা নির্মাণ শুরু করে। বিষয়টি আমি জানার সাথে সাথে গ্রাম পুলিশ পাঠিয়ে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি এবং বিষয়টি ইউএনও মহোদয়কে জানিয়েছি। যে কোন সময় ওই জায়গায় তিনি গোপনে স্থাপনা নির্মাণ করতে পারে বলে আমার আশংকা হচ্ছে।

তবে পরিষদের জায়গায় নয় নিজের জায়গায় স্থাপনা নির্মাণ করা হচ্ছে জানিয়ে শামিম হোসেন বলেন, ওই জায়গাটি আমার বাবার ক্রয়কৃত সম্পত্তি। পরিষদের একটুকরা জমিও আমি দখল করে স্থাপনা নির্মাণ করছি। পরিকল্পিতভাবে ইউপি চেয়ারম্যান আমার বিরুদ্ধে জমি দখলের নাটক সাজাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *