Spread the love

শেখ বাদশা, আশাশুনি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় ৩টি বে-সরকারী ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার কুল্যার মোড় ও বুধহাটায়  ৩টি ক্লিনিকে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় দুই ক্লিনিক মালিককে ১মাসের কারাদন্ড ও একজনকে অর্থ দন্ডে দন্ডিত করে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার।

জানা যায়, ক্লিনিকের লাইসেন্স, এমবিএস ডাক্তার, নার্স না থাকার কারণে কুল্যার মোড়স্থ মা সার্জিক্যাল ক্লিনিকের মালিক তরুণ কুমার মন্ডল ও সোনার বাংলা ক্লিনিক মালিক রেজাউল্লাহকে ১মাসের করে কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়া বুধহাটা বাজারস্থ জনসেবা ক্লিনিকে আদালত পরিচালনা করে প্যাথলজিষ্ট, আল্টাসনাগ্রাফি চিকিৎসক, ক্লিনিক লাইসেন্স, একাধিক এমবিবিএস ডাক্তার ও নার্স না থাকার কারণে এবং ক্লিনিকের পরিচালক পলাতক থাকায় প্যাথলজি রুম, আল্টাসনাগ্রাফি রুম ও অপারেশন থিয়েটার রুম সিলগালা করা হয়।

এছাড়া জনসেবা ক্লিনিকে অভিজ্ঞতা ছাড়া প্যাথলজি বিভাগে প্যাথলজির দায়িত্ব পালন করায় নাসির উদ্দীনকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পেশকার প্রনব কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ সাইফুল্লাহ আল কাফি ও পুলিশ ফোর্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *