Spread the love

মোমিনুর রহমান(সবুজ), ঝাউডাঙ্গা: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার থেকে গোবিন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় আড়াই কি.মি. রাস্তায় লোক ও যানবাহন চলাচলের উপযুক্ত হয়ে উঠছে খুব দ্রুতই।

আজ মঙ্গলবার (৩রা ডিসেম্বর) এ রাস্তা সংস্কার কাজের প্রায় ৫০ ভাগের বেশি পিচ দেওয়া শেষ। দ্রুত গতিতে এগিয়ে চলছে এ রাস্তা সংস্কারের কাজ।

এ রাস্তা দিয়ে শুধু সাধারন মানুষই নন, এলাকার স্কুল কলেজ পড়ুয়া কোমলমতি ছাত্র- ছাত্রী, শিশু, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের রয়েছে এই রাস্তার সাথে রয়েছে প্রত্যক্ষ যোগাযোগ। সিমান্তবর্তী একমাত্র যোগাযোগের রাস্তা হওয়ায় কামারবায়সা, আইচপাড়া, বালিয়াডাঙ্গা, হঠাৎগঞ্জ, কাকডাঙ্গা, ভাদিয়ালি, রুদ্রপুর, গাড়াখালিসহ আরো ১০ – ১২টি গ্রামের হাজার হাজার মানুষের প্রতিদিন এ রাস্তা দিয়ে চলাচল করে।

সমাজসেবক আজাদ হোসেন ও আনোয়ার হোসেন সাতক্ষীরা ভিশনকে বলেন, এত দ্রুত গতিতে এ রাস্তার কাজ হওয়াতে আমরা অনেক খুশি ও আনন্দিত। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধন্যবাদ জ্ঞাপন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *