Spread the love

এসভি ডেস্ক: সাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকিহ্রাস নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ প্রমুখ।

কর্মশালায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ‘সাতক্ষীরা জেলায় যে কোন দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। সকল প্রকার দুর্যোগ মোকাবেলায় আমাদের সর্বোচ্চ মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে। আন্তর্জাতিকভাবে আমাদের জেলার দুর্যোগ মোকাবেলার সুনাম রয়েছে, সেটি ধরে রাখতে হবে। দুর্যোগ মোকাবেলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং উপজেলা পর্যায়ে নিয়মিত মনিটরিং অব্যাহত রাখতে হবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে দুর্যোগ ঝুঁকিতে থাকা উপজেলাগুলো চিহ্নিতকরণের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মপরিকল্পনা সফল করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশ্ব মানবতার রোল মডেল হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।’ প্রধানমন্ত্রীর সাথে সকলকে একযোগে কাজ করে যাওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *