Spread the love

নিজস্ব প্রতিনিধি: ‘স্বাস্থ্য সবার জন্য, সবার জন্য স্বাস্থ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারায়না হেলথ তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (০৫ মে) দুপুরে শহরের সংগ্রাম টাওয়ারের দ্বিতীয় তলায় নারায়না হেলথ তথ্য কেন্দ্রে সাতক্ষীরার আয়োজনে নারায়না হেলথ তথ্য কেন্দ্রের ম্যানেজিং পার্টনার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘সেবার মনমানুষিকতা নিয়ে কাজ করতে হবে। নারায়না হেলথ তথ্য কেন্দ্রের মাধ্যমে মানুষ উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করবে বলে আমি আশাবাদী।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, নারায়না হেলথ তথ্য কেন্দ্রের ডেপুটি ম্যানেজার শুব্রত বসু, নারায়না হেলথ তথ্য কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর দেবাশীষ রায়, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নুর ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা, জেলা নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খালিদুর রহমান, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা প্রমুখ।

উল্লেখ্য যে, সরাসরি (ডা. দেবী শেঠী হাসপাতাল)-এর টেলি-মেডিসিন ও তথ্য কেন্দ্র খুলনা ও রাজশাহীর পর ভারতীয় বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে সাতক্ষীরাতে এই প্রথম নারায়না হেলথ তথ্য কেন্দ্র চালু করা হল। এন.এইচ এর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা পাওয়ার সুবিধা পাওয়া যাবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাহবুব।