এসভি ডেস্ক: ভারতের তেলঙ্গানার লোকসভা কেন্দ্র নিজামাবাদ গত সপ্তাহে সংবাদের শিরোনামে উঠে এসেছিল। কারণ ১৮৫ জনের বিশাল প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছিল।
তখন প্রশ্ন উঠতে শুরু করেছিল এই ১৮৫ জন প্রার্থী তালিকাকে ইভিএম দিয়ে মোকাবিলা করা যাবে কি করে? এই নিজামাবাদ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতা।
ভারতের নির্বাচন কমিশন সূত্রে খবর, একটি ইভিএম মেশিনে ১৬টি নাম থাকে। সেভাবেই তৈরি হয় ইভিএম। কোনও কোনও বুথের ক্ষেত্রে ৬৪টি নাম থাকে। তাই এক্ষেত্রে বিকল্প পথ হিসাবে কন্ট্রোল ইউনিট তৈরি করা হচ্ছে। সেখানে চারটি ইভিএম রাখা হবে। সেই চারটি ইভিএমের মধ্যে দিয়ে এই ১৮৫ জন প্রার্থী তালিকার ভোটপর্ব করা হবে।
ইতিমধ্যেই এই ধরণের ইভিএম তৈরির জন্য ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের কাছে চিঠি দেওয়া হয়েছে। এখন দেখার এই ইভিএম নিয়ে কিভাবে সমস্যার মোকাবিলা করা যায়। সেদিকেই এখন তাকিয়ে সবাই।