Spread the love

খাজরা প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৫৮ নং খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যদায় পালিত হল মহান স্বাধীনতা দিবস। দিবসটির গুরুত্ব তুলে ধরে আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচী।

যার মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি,বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিনতি রায়ের সার্বিক তত্তাবধানে সহকারি শিক্ষক তাপসী রানী,মঞ্জিলা খাতুন,জাকারিয়া ইসলাম সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন।

এসময় ম্যানেজিং কমিটির সভাপতি শামিম রেজা,অভিভাবক সদস্য সাইফুল ইসলাম,মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ক্রিড়া পরিচালনা করেন সাংবাদিক নুরুল ইসলাম ও আবু হাসান।

অভিভাবক রওশনারা ইসলাম বলেন প্রাথমিক পর্যায় থেকে ছেলেমেয়েদের স্বাধীনতা দিবস সম্পূর্কে জ্ঞান অর্জন একটি ভাল দিক। তারা স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারবে।

সভাপতি তার বক্তব্যে বলেন-প্রাথমিক শিক্ষা অঙ্গন থেকে ছেলেমেয়েদের দেশ প্রেমের প্রতি উজ্জীবিত করতে হবে। তিনি আরও বলেন আজকের এই স্বাধীনতার জন্য আমরা বাঙালী জাতি হিসাবে বিশ্ব দরবারে পেয়েছি স্বাধীন দেশের মান।