Spread the love

এসভি ডেস্ক: আজ সাতক্ষীরার ৭টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন। সাতক্ষীরার ৭টি উপজেলায় মোট ভোটকেন্দ্র ৫৯৭ টি। এই ৫৯৭ টি কেন্দ্রের মধ্যে ৪২৯ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, প্রত্যেক কেন্দ্রে ১২ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি আরো দু’জন অস্ত্রধারি সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া প্রতি দু’ইউনিয়নে একজন করে পরিদর্শকের নেতৃত্বে মোবাইল টিম দায়িত্ব পালন করবেন। প্রত্যেকটি থানায় ১০ জন পুলিশের একটি টিম টহল দেবেন। প্রতি থানায় ২০ সদস্য বিশিষ্ট বিজিবি’র টিম ও র‌্যাবের টিম টহলে থাকবেন। এছাড়া প্রত্যেকটি থানায় জুডিশিয়াল/নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি টিম ও একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যেকোন মুল্যে আজকের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণ হবে।