Spread the love

এসভি ডেস্ক: খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেছেন, ‘কিশোর-তরুণ-যুবদের বই পড়ার প্রতি আরো মনযোগী হতে হবে। নতুন প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে। আজকের যুবরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে।

বিভাগীয় কমিশনার বলেন, কতটা ত্যাগ আর সংগ্রামের পথ পাড়ি দিলে একটি জাতি তার কাক্ষিত গন্তব্যে পৌঁছতে পারে তা তাদের জানাতে হবে। আমাদের নতুন প্রজন্মকে এসব ইতিহাস জানাতে হবে। কত ত্যাগ, তিতিক্ষা, রক্তপাতের মধ্য দিয়ে একটি জাতি তার কাক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে, বাঙালির স্বাধীনতার ইতিহাস তার উজ্জ্বল দৃষ্টান্ত।

তরুণদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে ধ্বংস করছে মাদক। মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করেনা, মাদকাসক্ত পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এজন্য যুবদের মাদকের ভয়াবহতা সম্পর্কে জানতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে লোকমান হোসেন মিয়া বলেন, বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে তরুণদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। আইসিটি, নার্সিং, ফ্রিল্যান্সিং, হোটেল ম্যানেজমেন্ট, ড্রাইভিংসহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বই মেলা প্রাঙ্গণে কিশোর-তরুণ-যুব সমাবেশে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিন্দিতা রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। সমাবেশে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রাক্তণ অধ্যক্ষ ড. দিলারা বেগম, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, এনডিসি দেওয়ান আকরামুল হক, সদর এসিল্যান্ড রনি আলম নূরসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোশফিকুর রহমান মিল্টন। উল্লেখ্য, ৭ মার্চ থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী বই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। বই মেলায় ৫০টি স্টল অংশগ্রহণ করে। মেলা শেষ হবে আগামী ১৭ মার্চ।