কলারোয়া প্রতিনিধি: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: রাশেদুল হাসান কামরুলের মাতা জবেদা বেগম এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার।
গত বছর ৩১ জানুয়ারি রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার বাদজুম্মা পৌরসভার মির্জাপুর বায়তুল আমান জামে মসজিদে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মরহুমার
মেজ ছেলে মো: আমানুল্লাহ শেখ।
দোয়া অনুষ্ঠানে আপনজন ও শুভাকাঙ্খীদের
উপস্থিত হওয়ার অনুরোধ জানান প্রধান শিক্ষক সাংবাদিক মো: রাশেদুল হাসান কামরুলসহ পরিবারের সদস্যরা।