Spread the love

এসভি ডেস্ক: ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ জানুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে একটি র‌্যালি খুলনা রোড মোড় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা সদর থানায় সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় তিনি বলেন,‘বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। জননেত্রী শেখ হাসিনার মিশন ও ভিশন এবং উন্নয়ন কর্মকান্ড সফল করতে পুলিশ তাদের অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছে। সুশাসন প্রতিষ্ঠায় পুলিশকে নিরলসভাবে কাজ করতে হবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও জনগণ বন্ধুত্ব সুলভ সম্পর্কের মধ্য দিয়ে কাজ করতে হবে। কোন সাধারণ মানুষ যেন অহেতুক হয়রানী না হয় সেদিকে পুলিশকে আরো বেশি সজাগ হওয়ার আহবান জানান তিনি।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ভারপ্রাপ্ত অনিন্দিতা রায়, উপ-পরিচালক স্থানীয় সরকার সাতক্ষীরা শাহ্ আবদুল সাদী, জেলা আওয়ামীলীগের যুগগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার হুমায়ুন কবির, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, ফারহা দীবা খান সাথী, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শেখ আব্দুস সেলিম, মো. শহিদুল ইসলাম, শাহিনুর রহমান, শফিকুল আলম বাবু, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালিসহ রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সর্বস্তরের পেশাজীবী শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুত মিশ।