দেবহাটা প্রতিনিধি: দেশব্যাপী চলমান পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে দেবহাটায় বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় দেবহাটা থানা পুলিশের আয়োজনে উক্ত বর্নাঢ্য র্যালীটি অনুষ্ঠিত হয়।
র্যালীতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক আব্দুর রউফ,যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, উপ-পুলিশ পরিদর্শক দরবেশ আলী, উপ-পুলিশ পরিদর্শক আব্দুল গনি, উপ-পুলিশ পরিদর্শক মুস্তাফিজুর, উপ-পুলিশ পরিদর্শক সোহেল আহম্মেদ, উপ-পুলিশ পরিদর্শক মাসুম সহ পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ স্বতষ্ফূর্তভাবে অংশগ্রহন করেন।
উল্লেখ্য যে, ২৭ জানুয়ারী ২০১৯ রবিবার থেকে আগামী ২ জানুয়ারী ২০১৯ পর্যন্ত দেশব্যাপী “পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ অব্যাহত থাকবে।