Spread the love

ফিরোজ জোয়ার্দ্দার: ‘শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি বাংলাদেশ পুলিশের মুল নীতি। পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’- এই স্লোগানকে সামনে রেখে কলারোয়া থানা পুলিশের আয়োজনে পুলিশ সপ্তাহ- ২০১৯ পালিত হয়েছে।

রোববার (২৭ ই জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে থানা চত্বর থেকে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে বিপুল সংখ্যাক পুলিশ সদস্য, আনছার সদস্য, গ্রাম পুলিশ সদস্য ও স্কুলের ছাত্রদের নিয়ে র‌্যালীটি পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার থানা চত্বরে এসে শেষ হয়। প্রধান অতিথী হিসেবে র‌্যালীতে উপস্থিতি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সাতক্ষীরা সদর সার্কেল) মেরিনা আক্তার।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন, সেকেন্ড অফিসার এসআই নাজিমুদ্দিন, এসআই রইচ উদ্দিন, এসআই শরিফুল ইসলাম, এসআই বিপ্লব রায়, এসআই জাহাঙ্গীর হোসেন, এসআই সুবীর কুমার ঘোষ, এসআই পিযুষ কুমার ঘোষ, এসআই শারমিন সুলতানা, এএসআই সাগর আলী, এএসআই তারেক মাহমুদ, এএসআই আব্দুস সবুর, এএসআই কামরুল হাসান, এএসআই জসীমউদ্দীন, এএসআই মফিজুর রহমান, এএসআই নূর আলী, এএসআই আমিরুল ইসলাম, এএসআই রবিউল ইসলাম, এএসআই আলাউদ্দিন, এএসআই মিজানুর রহমান, এএসআই তরুন কুমার অধিকারী, এএসআই মোস্তাক আহম্মেদ, এএসআই হেলালুদ্দীনসহ সকল পুলিশ কর্মকর্তারা প্রমুখ। সোমবার থানা চত্বরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হবে বলে জানা যায়।