Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মহাজোটের জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচন করবেন সৈয়দ দিদার বখত। অন্যদিকে মহাজোটের আরেক শরীক ১৪ দলের ওয়ার্কাস পার্টির মুস্তফা লুৎফুল্লাহ্ নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবেন।

শুক্রবার দুপুরে আ.লীগের দলীয় সভানেত্রী শেখ হাসিনা ওয়ার্কাস পার্টির প্রার্থীকে নৌকা প্রতিক বরাদ্ধের চিঠি দিয়েছেন। অন্যদিকে, জাতীয় পার্টির প্রার্থীকে সৈয়দ দিদার বখতকে লাঙ্গল প্রতিক বরাদ্ধের চিঠি দিয়েছেন পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

এদিকে, মহাজোটের দুই দলের দুই প্রার্থী নির্বাচনী মাঠে থাকায় দোটানায় পড়ে গেছে মহাজোটের তৃণমূল কর্মী-সমর্থকেরা।

শনিবার বেলা ১২ টায় নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলার ১২ টি ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠণের নেতাকর্মীদের নিয়ে দিকনির্দেশনামূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

জাপা তালা সদর ইউনিয়ন সভাপতি গাজী আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাপার সভাপতি এস.এম নজরুল ইসলাম।
উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন জাপা নেতা জামালউদ্দীন, আজিজুর রহমান, জলিল আহম্মেদ, হায়াত নিকারী, হোসেন আলী, আব্দুর রহমান, বুধো খাঁ, খলিলুর রহমান, হাবিবুরর রহমান হাবিব, মাসুদ হাসান মনি, কাজী আসাদ, বাবলুর রহমান, নেয়ামত আলী মোড়ল, মতিয়ার সরদার, যুব সংহতি সভাপতি সরদার কবির, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক ইউনুচ আলী সরদার, সাংগঠিনক সম্পাদক হাসান আলী বাচ্চুসহ আরো অনেকে।

এদিকে, এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন হাবিবুল ইসলাম হাবিব।