Spread the love

এসভি ডেস্ক: সাতক্ষীরার রেঞ্জের পশ্চিম সুন্দরবনে দুবলার চরে রাসপূজা উপলক্ষ্যে তিনদিন ব্যাপী রাসমেলায় ৬ লাখ ৫৮ হাজার ২৪৩ টাকা রাজস্ব আদায় হয়েছে। মেলা উপভোগ করার জন্য বিপুল সংখ্যক পূণ্যার্থী ও দর্শণার্থী অংশ গ্রহণ করেন এ রাসমেলায়।

শুক্রবার পূণ্যস্নানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক এ রাসমেলা শেষ হয়েছে।

সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রফিক আহম্মেদ বলেন, গত ২১ নভেম্বর হতে ২৩ নভেম্বর পর্যন্ত সুন্দরবনের দুবলার চরে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের রাসপূজা উপলক্ষ্যে রাস মেলায় সাতক্ষীরা রেঞ্জের ৪টি স্টেশন হতে ৫ হাজার ৭৪৭ জন পূণ্যার্থী ও দর্শণার্থী অংশ গ্রহণ করেন। তিন দিনের প্যাকেজে পাথাপিছু ৫০ টাকা রাজস্ব দিয়ে মোট ৬ লাখ ৫৮ হাজার ২৪৩ টাকা রাজস্ব আদায় হয়েছে।

তার মধ্যে বুড়িগোয়ালিনী স্টেশন অফিস থেকে ১১৫০ জনের নিকট থেকে ১ লাখ ৯ হাজার টাকা, কৈখালী স্টেশন অফিস থেকে ১৯৪৫ জসের কাছ থেকে ২ লাখ ৩৫ হাজার ৪৯২ টাকা, কদমতলা স্টেশন অফিস থেকে ১৪৩২ জনের কাছ থেকে ১ লাখ ৬৩ হাজার ২১৫ টাকা এবং কোবাতক স্টেশন অফিস থেকে ১২২০ নিকট থেকে ১৫০ হাজার ১২৬ টাকা আদায় করেছেন।

তবে শুক্রবার সন্ধ্যার পরে দুবলার চরে পূণ্যার্থী ও দর্শণার্থীরা অবস্থান করতে পারবেন না বলেও তিনি জানান।