Spread the love

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় উন্নয়ন মেলা উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ।

বুধবার বিকাল ৫টায় উপজেলা পরিষদ হলরুমে সরকারের সাফল্য ও দর্শন তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে উন্নয়ন মেলার প্রস্তুতি বিষয়ে মত বিনিময় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সহ-সভাপতি রশীদুল আলম রশীদ, এসএম নাসির উদ্দীন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, নির্বাহী সদস্য আবু হুরায়রা, আব্দুর রব লিটু, আজিজুল হক আরিফ, এমএ মামুন, রিয়াজুল ইসলাম, আরাফাত হোসেন লিটন সহ দেবহাটার কর্মরত সাংবাদিক বৃন্দ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ৪তারিখ থেকে ৬তারিখ পর্যন্ত তিনদিন সারাদেশের ন্যায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হবে। এবার মেলায় উপজেলার সকল দপ্তর, তথ্য সেবা, কলেজ, স্কুল, মাদ্রাসা, ফায়ার সার্ভিস, ইন্সুরেন্স, মেডিকেল সহ ৫২ স্টল বসবে। আর এসব স্টলের মাধ্যমে সাধারন মানুষেরা সরকারের সকল সেবার ধারনা অর্জন করতে পারবে এবং সেবা গ্রহণ করবে। তাছাড়া সরকারের উন্নয়নের মূলক কর্মকান্ড গুলো তুলে বিভিন্ন ধরনে ভিডিও চিত্র প্রদর্শন, লিফলেট, ফেস্টুন, ব্যানার সহ সর্বাক্ষণিক তথ্য সেবা প্রদান করা হবে।

এছাড়া মেলা উপলক্ষে উপজেলা মুক্ত মঞ্চে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে কবিতা আবৃতি, রচনা প্রতিযোগীতা ও হারানো দিনের নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, নাচ, গান, কৌতুক, অভিনয় সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোক করতে পারবে। তাছাড়া ৬তারিখ শনিবার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এ মেলার সমাপ্ত হবে।