এস ভি ডেস্ক: পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগ এনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ দলটির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিল থানায় এ মামলা দায়ের করা হয়।
হাতিরঝিল থানায় ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘১ অক্টোবর একটি মামলা হয়েছে, মামলা নম্বর ৩ এবং গতকাল ৩০ সেপ্টেম্বর একটি মামলা হয়েছে, সেটির নম্বর ৫০। মামলা দুটি দায়ের করেছে ঢাকা মহানগর ডিবি পুলিশ।’
এর আগে গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা চলাকালে শাহবাগ ও রমনা থানা এলাকা থেকে দলটির ৬৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এর মধ্যে শাহবাগ থানায় ৩৫ জন ও রমনা থানা পুলিশ ৩০ জনকে আটকের কথা স্বীকার করে।