কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় বাড়ির ছাদে মুরগির খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন – কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সিরাজুল ইসলাম (৬০) ও একই গ্রামের নাসির উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাকডাঙ্গায় দেলোয়ারের বাড়ির ছাদের উপর পোল্টি মুরগির খামারে কাজ করার সময় অসাবধানতাবশত পল্লী বিদ্যুতের মেইন তারে স্পর্ষ লাগে দেলোয়ার ও সিরাজুলের। এতে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তারা। আশংকাজনক অবস্থায় দুই জনকে সাতক্ষীরায় হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিদ্যুতের মেইন তারে স্পৃষ্ট হলে আহতাবস্থায় তাদের সাতক্ষীরা নেয়ার পথে মারা গেছেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা মারুফ আহমেদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608