Spread the love

এস ভি ডেস্ক: স্বামী-স্ত্রীর মিথ্যা পরিচয়ে বসবাস করার অভিযোগে দুই শিক্ষার্থীসহ বাড়ির মালিককে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ জুলাই) সন্ধ্যায় রাজশাহীর বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত দু’জন এক সপ্তাহ আগে নিজেদেরকে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে রুম ভাড়া নিয়ে বসবাস করছিল। তবে আসলে তারা স্বামী-স্ত্রী কিনা এ বিষয়ে সন্দেহ হলে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে উপস্থিত হয়ে তাদের নিকাহনামা ও বিয়ের অন্যান্য কাগজপত্র দেখতে চাইলে তারা ব্যর্থ হন। 

শিক্ষার্থীদের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও অন্যজন খড়খড়ি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

পরে, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভ্যাম্যমান আদালত প্রত্যেকের ২০০ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করে। এরপর শিক্ষার্থীদের অভিভাবকরা হাজির হয়ে জরিমানার টাকা পরিশোধ করলে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।