এসভি ডেস্ক: নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মতিউল ইসলাম।
আপনার জিজ্ঞাসার ২১৯৭তম পর্বে ডেলিভারির সময় নারীদের ডাক্তারের সামনে নাভি থেকে পা পর্যন্ত সতর বের করা গুনাহ কি না, সে সম্পর্কে ঢাকা থেকে চিঠিতে জানতে চেয়েছেন একজন দর্শক।
উত্তরে মুহাম্মদ মতিউল ইসলাম বলেন, আল্লাহকে ভয় কর সাধ্য অনুযায়ী। ডাক্তার যদি দ্বীনদার হয় তাহলে তিনি সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন যতটুকু সম্ভব কাপড় না খোলার। এই বিষয়টি ওজরের সঙ্গে সম্পৃক্ত।
ওজরের কারণে যতটুকু কাপড় তোলা প্রয়োজন ততটুকু কাপড় তুলবে এবং মহিলাদের জন্য একদল মহিলা ডাক্তার থাকা এখানে ফরজে কিফায়া।
সেক্ষেত্রে নারীদের শিক্ষাও কিন্তু এখানে ফরজে কিফায়া হয়ে যাচ্ছে। শুধু দ্বীনই শিক্ষা না তার পাশাপাশি বিজ্ঞানের শিক্ষা, ডাক্তারি শিক্ষাও অর্জন করতে হবে। এমনকি নিরাপত্তা শিক্ষাও গ্রহণ করা যেতে পারে। আমরা দেখি, মক্কার বায়তুল্লাহে মহিলা নিরাপত্তাকর্মীরা আছেন।
সুতরাং, আল্লাহকে ভয় করে যতটুকু কাপড় না তুললেই নয় ততটুকু কাপড় খুলতে কোনো সমস্যা নেই। কারণ এটি ইচ্ছাকৃত নয়, ওজর।