নিজস্ব প্রতিনিধি: কোটি টাকার ৯ পিছ স্বর্ণের বারসহ সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর ও শীর্ষ স্বর্ণ চোরাকারবারী আমজাদ হোসেন খোকন (৫০) কে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩ এপ্রিল) সকালে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের কালিয়ানী মাদ্রাসা মোড় এলাকা থেকে ১ কেজি ৪৪ গ্রাম ওজনের ওই ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
মেম্বর আমজাদ হোসেন খোকন বৈকারী ইউনিয়নের কালিয়ানী গ্রামের মৃত আব্দুল মাজেদ মোড়লের ছেলে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বিপুল পরিমাণ স্বর্ণ বাংলাদেশ হতে ভারতে পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপি’র সুবেদার কাজী বদরুল আলমের নেতৃত্বে একটি আভিযানিকদল বুধবার সকালে কালিয়ানী মাদ্রাসার মোড় এলাকায় অবস্থান নেন। সকাল ১১টার দিকে মেম্বর আমজাদ হোসেন খোকন মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তার গতিরোধ করে তল্লাশী করে।
এসময় তার কোমরের ডান পার্শ্বে লুঙ্গির ভাজে বিশেষ ভাবে ফিটিং অবস্থায় ৯ পিছ স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১ কোটি ১ লক্ষ ৫৭ হাজার ২২৪ টাকা। এসময় আমজাদ হোসেন খোকনের ব্যবহৃত ১৫০ সিসি হিরো হাংক মোটরসাইকেলটি জব্দ করা হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. আশরাফুল হক, বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ৯পিছ স্বর্ণের বার ভারতে পাচারের প্রাক্কালে আমজেদ হোসেন খোকনকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে সাতক্ষীরা থানায় মামলা দায়েরের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।